June 28, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

Politics : বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ,অস্বীকার তৃণমূলের

শিলিগুড়ি , ৮ জুন : শিলিগুড়ির ৩৯ নং ওই ওয়ার্ডের এক বিজেপি কর্মী অসিত পালকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এই নিয়ে শনিবার ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা ।

উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ , গতকাল রাতে বেশ কয়েকজন তৃণমূল নেতা BJP কর্মীকে মারধর করে , বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । প্রতিবাদে এদিন তারা ভক্তিনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করে । সেই সময় তাদেরকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ | পরবর্তীতে বিধায়ক সহ কিছু নেতা লিখিত অভিযোগ জমা করেন ।

অন্যদিকে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসক দল | দলের পক্ষে স্পোকস পারসন বেদব্রতদত্ত জানান , এখন রীতি হয়ে গেছে যে কোনো পাড়ার ঘটনাকেও রাজনীতির রঙ দেওয়া হচ্ছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *