শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বর : শিলিগুড়িতে সোনার দোকানে ডাকাতির ঘটনা সহ শহরের বিভিন্ন এটিএম লুট , এবার নড়েচড়ে বসলো শিলিগুড়ি পুলিশ । পানিট্যাঙ্কি ফাঁড়িতে লাগানো হলো অ্যালার্ম সিস্টেম এবং ইতিমধ্যে পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত একটি সোনার দোকানে ইন্সটল করা হয়েছে সেই অ্যালার্ম সিস্টেম । দোকানদারকে নিজের খরচে এই অ্যালার্ম সিস্টেম ইন্সটল করতে হবে ।
এ বিষয়ে ডিসিপি রাকেশ সিং জানিয়েছেন , শহরে সোনার দোকান , এটিএম অথবা অন্য কোন জায়গায় এধরনের ডাকাতির ঘটনা ঘটে তাহলে আর পুলিশকে ফোন করার প্রয়োজন পড়বে না ।
এই অ্যালার্ম সিস্টেম সেখানে থাকলে সেই দোকানদার শুধুমাত্র একটি বটন প্রেস করা মাত্রই সরাসরি পুলিশের কাছে বেজে উঠবে অ্যালার্ম | এমনকি কোথা থেকে এই অ্যালার্ম সিস্টেম প্রেস করা হয়েছে সেই তথ্য এসে পৌঁছাবে পুলিশের কাছে । তড়িঘরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে পুলিশ প্রশাসন ।