শিলিগুড়ি , ৯ নভেম্বর : আগামীকাল ফের উত্তরবঙ্গ আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী আগামীকাল দুপুর দেড়টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর সেখান থেকে সড়ক পথে সোজা উত্তরের মিনি সচিবালয় উত্তরকন্যা পৌঁছাবেন তিনি ।
উত্তরকন্যা পৌঁছে উত্তরের আট জেলা নিয়ে ভার্চুয়ালি বৈঠক করার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । প্রশাসনিক সূত্রের খবর পাট্টা প্রদান সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উত্তর ৮ জেলা নিয়ে ভার্চুয়ালি এই বৈঠক করার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর । পাশাপাশি এই বৈঠকের শেষে ভার্চুয়ালি সাধারণ মানুষের হাতেও পাট্টা তুলে তুলে দেবার ও সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর অনুযায়ী সোমবার রাতে উত্তরকন্যার কন্যাশ্রীতে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর নাগাদ উত্তরকন্যা থেকে উত্তরবঙ্গ সফর সেরে দক্ষিণবঙ্গে ফিরে যাবার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর ।
তবে যে কোনো সময় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সূচিতে বদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের খবর।

