শিলিগুড়ি , ১০ জানুয়ারী : টোটো নিয়ন্ত্রণের চিন্তা ভাবনায় শিলিগুড়ি পুরনিগমে বিশেষ বৈঠকে হয় ট্রাফিক এডিসিপি মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে ।
শহর শিলিগুড়িরকে যানজট মুক্ত করতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিকল্পনা করা হয়েছিল । তাতে কোন সুফল না মেলায় শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব শহরকে নুতন দিশা দেখাতে উদ্দ্যোগ গ্রহণ করেন ।
সেই উদ্দেশ্যে পুরনিগমের সভাকক্ষে এক বিশেষ আলোচনায় অংশ নেন মেয়র , ডেপুটি মেয়র ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা , মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং প্রশাসনের অন্যান্য আধিকারিক , এআরটিও সহ সকল মেয়র পারিষদদের নিয়ে দীর্ঘক্ষণ আলোচনায় ভাগ নেন । আলোচনা শেষে গৌতম দেব সাংবাদিকদের জানান নুতন বছরে নুতন ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আনুমানিক ৪ হাজারের ওপর টোটোর টিন নম্বর রয়েছে এবং প্রায় সাড়ে ৩ হাজার টোটোর রেজিস্ট্রেশন করা হয়েছে । এই সকল টোটো গুলোকে বিভিন্ন রং করে তাদের চিহ্নিত করে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হবে।