শিলিগুড়ি , ২০ সেপ্টেম্বর : ছিনতাইয়ের ঘটনার কিনারা , গ্রেপ্তার ।
ছেলের চিকিৎসার জন্য ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে প্রকাশ্য ছিনতাই হয় এনজেপি মজদুর কলোনীর এক বাসিন্দার । ঘটনার পর ছেলের চিকিৎসা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পরিবারের।
গত শুক্রবার ঘটনাটি ঘটে এনজেপি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ডিএস কলোনী এলাকায় । অভিযোগের পরপরই ঘটনার তদন্ত শুরু করে এনজেপি থানার পুলিশ ।
এনজেপি থানা অন্তর্গত অম্বিকানগর সংলগ্ন মজদুর কলোনির বাসিন্দা ববিতা রায়। তার একমাত্র অসুস্থ ছেলের চিকিৎসার জন্য দিদির একাউন্টে রেখেছিলেন ৬০ হাজার টাকা। ভেবেছিলেন এই টাকা নিয়ে ছেলেকে চিকিৎসা করাতে যাবেন। কিন্তু শেষ সম্বলটুকু ছিনতাই হয় তার । এদিন দুপুরে দিদির সঙ্গে এনজেপি ভক্তিনগর সেন্ট্রাল ব্যাংকে টাকা তুলতে যান ববিতা রায়। সেখান থেকে ৬০ হাজার টাকা তুলেন এবং নিজের কাছে নগদ কুড়ি হাজার টাকা , মোট ৮০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে একটি টোটো করে বাড়ি ফিরছিলেন।
টোটো টি ডিএস কলোনির সামনে আসতেই দু’জন বাইকে করে এসেই তাদের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । ঘটনার পরপরই এনজেপি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তারা । সিসি ক্যামারার সূত্র ধরে চলে তদন্ত । অবশেষে গত মঙ্গলবার রাতে নৌকাঘাট থেকে অভিযুক্ত অনুপ গোয়ালাকে গ্রেপ্তার করে পুলিশ ।
ধৃত ব্যাক্তি রাজগঞ্জের ফাটাপুকুর এর বাসিন্দা | পুলিশ সূত্রে জানা গেছে ফাটাপুকুর থেকে বাইকে এসে শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকায় এমন ছিনতাই এর কর্মকান্ড ঘটিয়ে নিমেষে গা ঢাকা দিত । ধৃত ব্যাক্তির কাছ থেকে আপাতত কোন ছিনতাই হওয়া টাকা উদ্ধার না হলেও বুধবার আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চালাবে পুলিশ বলে জানা গেছে ।