শিলিগুড়ি , ১৭ ডিসেম্বর : শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটের শিব মন্দিরে দানবাক্স চুরির ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মহম্মদ জামিল ওরফে বারুদ | শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের তদন্ত চলাকালীন, চুরি করার সময় সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়ে মহম্মদ জামিল ওরফে বারুদকে |
অভিযুক্ত ব্যক্তি কয়লা ডিপো রেললাইন এলাকার বাসিন্দা । ফুটেজ পাওয়ার পর মঙ্গলবার গভীর রাতে পুলিশ ব্যবস্থা নেয় এবং বারুদকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারের পর পুলিশের ধারণা, অভিযুক্ত এর আগেও এই ধরনের ঘটনায় জড়িত থাকতে পারে ।
বুধবার, অভিযুক্ত বারুদকে শিলিগুড়ি আদালতে হাজির করা হয় | যেখানে পুলিশ আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড এ নেওয়ার আবেদন জানায় আদালতকে |
অপরাধ
Temple : মন্দিরে দানবাক্স চুরির ঘটনায় গ্রেপ্তার
- by Soumi Chakraborty
- December 17, 2025
- 0 Comments
- Less than a minute
- 7 Views
- 2 hours ago

