শিলিগুড়ি , ৮ ডিসেম্বর : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে পলাতক অভিযুক্ত গ্রেপ্তার | অভিযুক্তকে ভুবনেশ্বর থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে ভক্তিনগর পুলিশ |
অভিযুক্ত যুবকের নাম আমান সিং , সে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গেছে , ভক্তিনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা । অভিযোগে মহিলা জানিয়েছেন যে তিনি এবং আমান সিং শিলিগুড়িতে একই প্রতিষ্ঠানে কাজ করতেন । এই সময়ে দু'জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয় ।
মহিলা তার অভিযোগে আরও জানিয়েছেন যে অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে । কিন্তু যখন মহিলাটি তার উপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করে, তখন আমান সিং তা প্রত্যাখ্যান করে | কিছুদিন পর সে শিলিগুড়ি থেকে পালিয়ে যায় ।
তদন্ত চলাকালীন, পুলিশ তথ্য পায় যে অভিযুক্ত ভুবনেশ্বরে লুকিয়ে আছে । ভক্তিনগর থানার একটি পুলিশ দল ভুবনেশ্বরে পৌঁছায় এবং স্থানীয় পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে । আদালত অভিযুক্তকে চার দিনের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে পাঠানোর অনুমতি দেয় ।
রবিবার পুলিশ অভিযুক্তকে শিলিগুড়িতে এনে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করেছে । পুলিশ তদন্ত শুরু করেছে ।
অপরাধ
ঘটনা
Fraud : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার
- by Soumi Chakraborty
- December 8, 2025
- 0 Comments
- Less than a minute
- 254 Views
- 1 hour ago

