April 21, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Clash : দুই রিকশা চালকের বিবাদ , ধারালো অস্ত্রের কোপ , গ্রেপ্তার

শিলিগুড়ি , ২১ এপ্রিল : দুই রিকশা চালকের মধ্যে বিবাদ | এক রিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ উঠলো ওপর এক রিকশা চালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত রিকশা চালককে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আহত রিক্সা চালক।

অভিযুক্ত পল্টু রায় পোড়াঝাড় এলাকার বাসিন্দা । আহত ব্যক্তির নাম রতন বর্মন | বাড়ি শিলিগুড়ির ৩৪ নং ওয়ার্ডের সূর্যসেন কলোনীতে ।

রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শক্তিগর ৮ নং রাস্তায় । আহত ব্যক্তির মেয়ে অর্চনা বর্মন জানান , এদিন বিকেলে তিনি যখন তার বাবাকে ফোন করে তখন অচেনা এক ব্যক্তি ফোন তুলে তাকে জানায় যে তার বাবা গুরুতর আঘাত পেয়েছে ও তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সে ও তার মা মেডিকেল কলেজে গিয়ে দেখতে পায় তার বাবার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক এবং গলায় প্রায় ১৫টি সেলাই পড়েছে ।

বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে আহত ওই ব্যক্তি। এরপরই নিউ জলপাইগুড়ি থানায় এসে ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আহত ওই ব্যক্তির পরিবার। অভিযোগের ভিত্তিতে নৌকাঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দু’জনের মধ্যে কোনো কারণে বিবাদ হয় , সেই বিবাদের জের এই ঘটনা । সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *