শিলিগুড়ি , ২১ এপ্রিল : কোটি টাকা তছরুপের অভিযোগে শিলিগুড়ি থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল ত্রিপুরার আর কে পুর থানার পুলিশ প্রধান নগর পুলিশের সহযোগিতায় | ত্রিপুরার আর কে পুর থানা এলাকার ব্যাঙ্ক থেকে কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত ওই মহিলা | ধৃতের নাম প্রিয়াংকা রায় | বয়স আনুমানিক ২৯ | শিলিগুড়ির সমর নগর এলাকায় তার শ্বশুর বাড়িতে গা ঢাকা দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে |
ত্রিপুরার আর কে পুর থানায় ব্যাঙ্ক এর তরফে অভিযোগ জমা পড়ে গত জানুয়ারি মাসে | ত্রিপুরার আর কে পুর থানা পুলিশ শিলিগুড়ির প্রধান নগর থানার সহযোগিতায় অভিযুক্ত প্রিয়াংকা রায় কে সমরনগর এলাকা থেকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের জন্য |