শিলিগুড়ি , ২০ নভেম্বর : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার শালুগাড়ায় বিএসএফ ক্যাম্পে বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা ঘটছিল ।
কখনও জলের কল চুরি,কখনও বিদ্যুতের তার চুরি বা অন্য কিছু । বিএসএফ ক্যাম্পে একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন বিএসএফ জওয়ান ও কর্তৃপক্ষ।
ভক্তিনগর থানা এলাকা থেকে কুখ্যাত অপরাধী রাকেশ মিস্ত্রিকে ধরেছে বিএসএফ কর্মীরা।
রাকেশ মিস্ত্রি এলাকার বিভিন্ন থানায় কখনও মাদক মামলা কিংবা চুরির অভিযোগে গ্রেপ্তার হয়। সংশোধনাগার থেকে বেরিয়ে আসার পর, রাকেশ আবার একই চুরি এর সঙ্গে যুক্ত হয়ে । এবার চুরির জন্য বিএসএফ ক্যাম্পকে বেছে নিলে হয় বিপত্তি |
রাকেশ মিস্ত্রি বিএসএফ ক্যাম্প থেকে বিভিন্ন সরঞ্জাম চুরি করে পালিয়ে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে । এরপর বিএসএফ কর্তৃপক্ষ ভক্তিনগর থানা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
রাকেশ মিস্ত্রিকে হেফাজতে নেওয়া হয়েছে । বুধবার ভক্তিনগর পুলিশ রাকেশ মিস্ত্রিকে জলপাইগুড়ি আদালতে পাঠায়