Khabar Samay Bangla Blog অপরাধ Court : দুটি চোরাই বাইক সহ গ্রেপ্তার অভিযুক্ত
অপরাধ

Court : দুটি চোরাই বাইক সহ গ্রেপ্তার অভিযুক্ত

শিলিগুড়ি , ১৯ মে : দুটি চোরাই বাইক সহ গ্রেপ্তার এক যুবক । বিগত এক বছর থেকে ফাঁসিদেওয়া থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির ঘটনার অভিযোগ উঠে আসছিল ।সে মোতাবেক ফাঁসিদেওয়া থানার সাদা পোশাকের পুলিশ বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করে । এরপরে গতকাল ফাঁসিদেওয়া থানা পুলিশসের কাছে খবর আসে । এরপর পুলিশ রওনা হন চোপড়ার কালীগঞ্জ গ্রামে ।

সেখানে একটি চোরাই বাইক সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম ইজারুল হক (২০) এবং তার কাছ থেকে আরেকটি বাইক উদ্ধার হয় । এরপরে সেই যুবককে গ্রেপ্তার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসা হয় ।

আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় । এই বাইক চুরির পিছনে আর কারা কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । আদালতের কাছে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে তদন্তের স্বার্থে । ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version