শিলিগুড়ি , ৪ জানুয়ারি : পাথর তুলতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির তিনবাত্তি এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় , রবিবার সকালে বাড়ির প্রয়োজনীয় পাথর তুলতে ওই ব্যক্তি তিনবাত্তি এলাকায় যান । সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন | ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি ।
ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন । তবে ঘটনাস্থলে তার মৃত্যু হয় । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে , তিনি হঠাৎ স্ট্রোক বা হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , পকেট থেকে উদ্ধার হওয়া আধার কার্ড অনুযায়ী মৃতের নাম মিহির কুমার সরকার | বাড়ি অশোকনগর ৩১ নম্বর ওয়ার্ডে । ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

