Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Mirik : অপরিচতের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু সাহিলের
উত্তরবঙ্গ ঘটনা

Mirik : অপরিচতের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু সাহিলের

শিলিগুড়ি , ২১ অক্টোবর : মিরিক লেকে এক যুবকের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ দিলেন ২২ বছর বয়সী সাহিল রাই |

২০ অক্টোবর ২০২৫ , লক্ষ্মী পুজোর রাতে মিরিক লেকে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে , যখন থুরবো এলডি বাহাদুর গাঁওয়ের বাসিন্দা ২২ বছর বয়সী সাহিল রাই মিরিক বাজারের বাসিন্দা সাদীপ দার্জিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান | সাদীপ দার্জি লেকে ডুবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ।

সাহিল রাই সাহসের সঙ্গে সাদীপকে উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে পড়েন এবং এর পর তিনি নিখোঁজ হন । নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও , সাহিল সাদীপের জীবন বাঁচাতে সক্ষম হন।

পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার চেষ্টা করা সাদীপ দার্জি বর্তমানে মিরিক বিপিএইচসিতে চিকিৎসাধীন। তিনি জানিয়েছেন যে পারিবারিক সমস্যার কারণে তিনি ২০ অক্টোবর রাত ১১ টার দিকে নেশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দু’জনেই একে অপরকে চিনতেন না | সাহিলের নিঃস্বার্থভাবে অপরের প্রাণ বাঁচানো সম্প্রদায়কে হতবাক করে দিয়েছে ।

“সাহিল খুব ভালো মানুষ ছিলেন , সবসময় অন্যদের সাহায্য করতে আগ্রহী ছিলেন এবং সমাজে তার একটি শক্তিশালী সামাজিক উপস্থিতি ছিল । সাহিলের গ্রামের পঞ্চায়েত প্রধান সমীর রায় বলেন , “এটা দুঃখজনক যে একজন অপরিচিত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন । তার অভাব গভীরভাবে অনুভূত হবে । তার দুই বড় ভাই আছেন এবং তিনিই সর্বকনিষ্ঠ।”

মিরিকের এসডিও , এসডিপিও , মিরিক পুলিশ , স্থানীয়রা , মিরিক বিপিএইচসি দল এবং ফায়ার সার্ভিসের নৌকা স্ট্যান্ড কর্মীদের সহায়তায় ব্যাপক অনুসন্ধান অভিযানের পর , ২১ অক্টোবর সকাল ৮ টার দিকে সাহিল রায়ের মৃতদেহ উদ্ধার করা হয় এবং মিরিক বিপিএইচসিতে আনা হয় ।

২০ অক্টোবর রাতে ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই অনুসন্ধান অভিযান চালানো হয় কিন্তু রাতের কারণে তাকে উদ্ধার করা যায়নি। গ্রামবাসীরা সাহিলকে একজন বীর হিসেবে পরিচয় দিচ্ছেন | তার আত্মত্যাগ মানবতা ও সাহসিকতার প্রমাণ হিসেবে স্মরণ করা হবে বলে গ্রামবাসীরা জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version