শিলিগুড়ি , ২০ মে : কাজ শেষে বাড়ি ফেরা হল না | সেবক রোডের ডনবসকো মোড়ে দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের |
কাজ শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু রাজু লেপচার । বয়স আনুমানিক ৩২। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি ।
প্রত্যক্ষদর্শীদের মতে , মঙ্গলবার সন্ধ্যায় রাজু লেপচা বাইকে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি তার বাইকে ধাক্কা মারে । সংঘর্ষের তীব্রতায় ছিটকে পড়ে যান রাজু এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে , দুঘর্টনাগ্রস্ত গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত চলছে ।
রাজুর সহকর্মী ও পরিচিতরা জানান , সদাহাস্য, শান্ত স্বভাবের রাজু | প্রতিদিন ওই পথেই বাড়ি ফিরতেন । এভাবে হঠাৎ তার চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। পরিবারে শোকের ছায়া |