শিলিগুড়ি , ৮ জুলাই : সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর | ঘটনাটি শিলিগুড়ি শহরের ৩২ নম্বর ওয়ার্ড এর জ্যোতির্ময় কলোনি নিজ পাড়া এলাকার ।
পরিবার সূত্রে জানা গেছে রবিবার ছিল রথযাত্রা , পাঁচ বছরের ছেলে মেলা যাবে বলে বায়না ধরেছিল । সেই সময় নিজের ঘরে সাজগোজ করছিল । সেই সময় ড্রেসিং টেবিলের আয়নার নিচ থেকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয় | পাশাপাশি পেঁচিয়ে ধরে বলে অভিযোগ। সেই সময় চিৎকার করে পা নাড়িয়ে সাপটিকে কোন মতে ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসেন।।
স্থানীয়রা বলছেন সেই সময় পা দিয়ে রক্ত বের হচ্ছিল এবং সাপের কামড়ের দুটি দাগ লক্ষ করা যাচ্ছিল ।
তড়িঘড়ি স্থানীয়রা তাকে নিয়ে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীনওই গৃহবধূর মৃত্যু হয় ।
এদিন মৃতবধূর বাড়ির লোকেরা অভিযোগ করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি বিভাগে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা করতে বিলম্ব হয় তাই মৃত্যু হয় গৃহবধূর |
মৃতার শাশুড়ি শান্তি সূত্রধর বলেন আমার ছেলের বৌমা চলে গিয়েছে তাকে আর কোনদিনও পাবেন না | কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল যেন তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে না হলে আরও অন্য মায়ের কোল খালি হয়ে যাবে ।