শিলিগুড়ি , ৭ জানুয়ারী : নদীয়া থেকে দার্জিলিং যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই পর্যটকের । ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে । জানা গিয়েছে একটি ছোট চার চাকার গাড়িতে করে নদীয়া থেকে ৭ জন পর্যটক এর দল দার্জিলিং বেড়াতে আসছিলেন । সে সময় ঘন কুয়াশার কারণে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সৈদাবাদ চা বাগানের কাছে একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজরে ধাক্কা মারে পর্যটক বোঝাই গাড়িটি ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পর্যটকের । বাকিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হল রানা চক্রবর্তী ও গণেশ সরকার | তারা দু’জনেই নদীয়া জেলার বাসিন্দা ।
দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন , ঘটনাটি ভোর পাঁচটা নাগাদ ঘটেছে । রাস্তার পাশে একটি ট্রাক খারাপ হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে ছিল এবং ট্রাকের ব্যাক লাইট জ্বলছিল। তবে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । ঘটনার পরই বিধাননগর থানার পুলিশ পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়।