শিলিগুড়ি , ২৭ নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি । ঘটনায় মৃত্যু হল দুই ভিন রাজ্যের বাসিন্দার। সোমবার সকালে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । এদিন সকালে ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের লিকুভিড় এলাকার ১০ নম্বর জাতীয় সড়কে । ওই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিশাল ছেত্রী ও থুপডেন ভুটিয়া নামে দুই ব্যক্তির। বিশাল সিকিমের মাল্লি ও থুপডেন গেয়জিংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এদিন সকালে একটি ছোট চারচাকা গাড়ি করে ওই দুজন সিকিম থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন। সেই সময় লিকুভিড়ের কাছে আচমকা তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় চারশো ফুট খাদে পড়ে যায়। খাদ দিয়ে গড়িয়ে গাড়িটি সোজা তিস্তায় পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তিস্তা ফাঁড়ির পুলিশ ও দমকল । গাড়িটি নদীতে তলিয়ে যাওয়ায় উদ্ধার কাজে নামে তিস্তা রঙ্গিত রেসকিউ টিম । কিন্তু গাড়িটি খাদের ধারে থাকায় উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টার পর গাড়ি থেকে ওই দুই ব্যক্তির দেহ উদ্ধার হয়। ওই দুজনের দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয়।