শিলিগুড়ি , ১২ জানুয়ারি : পুরনিগমের ৭৫ তম বর্ষপূর্তি এবং মনীষী স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আজ শহরে শোভাযাত্রার আয়োজন করা হয় । বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রার সূচনা হয় , যা হিলকার্ট রোড অতিক্রম করে বিবেকানন্দ মোড় অর্থাৎ ঝংকার মোড় পর্যন্ত পৌঁছায় ।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব , শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর , রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অন্যান্য আধিকারিকরা । এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন ।
স্বামী বিবেকানন্দের ছবি , ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শহর জুড়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় ।

