January 2, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ দেশ

India : ভারতের সামরিক বাহিনী সদা প্রস্তুত : ডিজি

শিলিগুড়ি , ২ জানুয়ারি : সীমান্তে যেখানে এসএসবি নজরদারিতে রয়েছে সেই সমস্ত সীমান্ত নিরাপত্তার বেষ্টনীতে রয়েছে । প্রতিবেশী দেশগুলিতে যতই অশান্তি হোক সেই অশান্তির আঁচ কোন ভাবেই পৌঁছবে না ভারতে ।

ভারতের প্রতিটি মানুষকে ১০০% নিরাপত্তা দিতে প্রস্তুত ভারতের সামরিক বাহিনী । শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন এসএসবির ডিজি সঞ্জয় সিংহাল ।
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এসএসবির ডিজি বলেন সীমান্ত এলাকায় এসএসবি অতন্দ্র প্রহরী ।

আগে যা নিরাপত্তা ছিল তার থেকে বহু গুণ বেশি নিরাপত্তা প্রতিটি সীমান্তে রয়েছে । প্রতিবেশী দেশের অশান্তির আঁচ কোন ভাবেই এই দেশে আসবে না বলেই জানান তিনি। বহুগুণ নিরাপত্তা রয়েছে প্রতিটি সীমান্তে। এসএসবি ডিজি সঞ্জয় সিংহাল বলেন ভারতীয়দের চিন্তার কোন কারণ নেই । ভারতের সামরিক বাহিনী সদা প্রস্তুত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *