শিলিগুড়ি , ২৯ ডিসেম্বর : ক্লাবে ঢুকে তান্ডব চালালো দুষ্কৃতীর দল । আহত বেশ কয়েকজন । গ্রেপ্তার এক ।
ঠাকুরনগর এলাকার এলাকার গন্ডগোলের খবর মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসে । কিছুদিন আগে পাড়ায় ঢুকে নতুন গজিয়ে ওঠা একটি গ্যাং এর সদস্যরা তান্ডব চালায় । এমন ঘটনায় জড়িত বেশ কিছু গ্যাং এর সদস্যদের গ্রেপ্তার ও করে এনজেপি থানার পুলিশ । তবে পুলিশের জাল থেকে ছাড়া পেতেই আবার শুরু হয় সেই তান্ডব ।
সূত্র বলছে মুখিয়া গ্যাং এবং কেজিএফ গ্যাং নতুন করে সক্রিয় হয়েছে আবার ।
গত শনিবার রাতে এমনই ঠাকুরনগর জনকল্যান ক্লাবে ঢুকে দাদাগিরি চালালো মাদানী বাজার সহ বেশ কিছু এলাকার দুষ্কৃতীর দল । ধারালো একাধিক অস্ত্র নিয়ে হামলা চালায় জনা দশেক দুষ্কৃতী । অতর্কিত হামলায় বেসামাল হয়ে পড়ে ক্লাবের সদস্যরা । তাদের বেধড়ক মারধর করা হয় , এমনকি প্রাণে মারারও চেষ্টা করা হয় ।
সমস্ত বিষয় ক্লাবে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে | ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন । একজনের জখম গুরুতর হওয়া তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই রবিবার এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে পুলিশ সন্তোষ হাজরা নামে মাদানী বাজারের এক যুবককে গ্রেপ্তার করে বাকিদের খোঁজ শুরু করেছে । মাঝে মধ্য দুস্কৃতীদের এমন তান্ডবে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা ।

