শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : গণধর্ষণ কান্ডে দুই যুবককে ২০ বছরের সশ্রম কারদন্ডের নির্দেশ দিল শিলিগুড়ি মহকুমার ফার্স্ট ট্র্যাক কোর্ট |
২০২৩ সালের মাটিগাড়া থানার অন্তর্গত খাপরাইল এলাকার নির্জন জায়গায় এক ছাত্রী প্রাইভেট টিউশণ থেকে বাড়ি ফেরার সময় তার দুই সহপাঠী তাকে গনধর্ষন করে বলে থানায় অভিযোগ জানায় ।
তারই পরিপ্রেক্ষিতে আলয় রায় ও বিশাল নামের তার দুই সহপাঠীকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ ।
প্রায় দুই বছর বিচার চলার পর আজ আদালত এই নির্দেশ দেয় । পাশাপাশি এই দু’জনের কাছ থেকে ৫০০০০ হাজার টাকা করে ক্ষতিপূরনের নির্দেশও দেয় আদালত। অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের নির্দেশ দেন বিচারপতি ।

