শিলিগুড়ি , ১৮ ডিসেম্বর : রাজ্য সরকারের শিল্পনীতি নিয়ে প্রশ্ন ছুঁড়লেন শঙ্কর ঘোষ | রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকারের শিল্পনীতি ও প্রশাসনিক ভূমিকা নিয়ে তিনি হতবাক ।
বিধায়কের অভিযোগ ,পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই শিল্পপতিদের জমি দিচ্ছে না । তিনি এও দাবি করেন, শিল্পের জন্য উপযুক্ত পরিকাঠামো ও সহায়তা না পাওয়ার জন্য রাজ্যের প্রায় ১১ জন শিল্পপতি ইতিমধ্যেই অন্য রাজ্যে চলে গিয়েছে ।
যার ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ ক্রমশ কমছে এবং যুব সমাজ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়ছে বলে অভিযোগ করেন তিনি । এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপি বিধায়ক আরও বলেন, রাজ্য সরকার রাজনৈতিক স্বার্থে শিল্পকে উপেক্ষা করছে । যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
রাজনীতি
Industry : রাজ্য সরকারের শিল্পনীতি নিয়ে কটাক্ষ
- by Soumi Chakraborty
- December 18, 2025
- 0 Comments
- Less than a minute
- 64 Views
- 12 hours ago

