December 6, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : বাড়িতে ঢুকে ফুল গাছ চুরি !

শিলিগুড়ি , ৬ ডিসেম্বর : বাড়িতে ঢুকে ফুল গাছ চুরি করল দুষ্কৃতীরা | পেশায় ফুল ব‍্যবসায়ী পরাণ সরকার ৩৬ নম্বর ওর্য়াডের বাসিন্দা। গতকাল মাঝ রাতে চুরির ঘটনায় হতবাক মন্ডল বাড়ি । মাঝ রাতে বাড়ির পেছন দিয়ে দেওয়াল টপকে ছাদে উঠে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা । এরপর সিঁড়ির নীচ থেকে গ‍্যাস সিলিন্ডার ও ছাদ থেকে লোহার টুকরো রড ও ফুলগাছ থেকে ফুল চুরি করে পালায় দুষ্কৃতীরা ।

খবর দেওয়া হয় আশিঘড় ফাঁড়িতে | পুলিশ এসে তদন্ত শুরু করেছে । বাড়ির মালিক পরাণ সরকার জানান তাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। তিনি ফুলের ব‍্যবসা করেন তাই সকাল সকাল অন‍্য দিনের মতন বেরিয়ে যায় ।

এরপর বাড়ি ফিরে এসে বিষয়টি জানতে পারেন । চুরির ঘটনায় তারা আতঙ্কিত । এই কারনে ছাদে সিঁড়ি দিয়ে নামার স্থানে কোন গেট না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অনুমান তাদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *