শিলিগুড়ি , ২১ নভেম্বর : ভক্তিনগর থানার পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকায় গতকাল রাতে অপরাধমূলক কাজ সংগঠিত করতে বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে ।
গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ । তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে তিন চার জন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় তিনজন। পুলিশের গাড়ির আলো দেখে পালায় দুষ্কৃতীরা ।
তবে ফিল্মি কায়দায় চার দিক থেকে ঘিরে ধরে তিন দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং । ধৃতদের নাম সমর দাস , বিপুল শিকদার এবং সঞ্জয় রাজবংশী ।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ । ধৃত তিন দুষ্কৃতীকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানার পুলিশ ।

