November 20, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা জীবনধারা

Sports : নতুন রূপে আত্মপ্রকাশ করল ইন্ডোর স্টেডিয়াম

শিলিগুড়ি , ২০ নভেম্বর : নতুন রূপে আত্মপ্রকাশ করল দেশবন্ধু চিত্ররঞ্জন দাস ইন্ডোর স্টেডিয়াম । বহুদিন ধ‍রে ইন্ডোর স্টেডিয়াম অবহেলায় পরে থাকার পর বর্তমান পুরবোর্ডের মেয়র গৌতম দেবের প্রয়াসে নবরুপে সেজে উঠেছে ইন্ডোর স্টেডিয়াম। ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এই স্টেডিয়ামের আত্মপ্রকাশ হল গতকাল মেয়রের হাত ধরে |

অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরনিগমের সচিব অনাবিল দত্ত চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা ,মেয়র পারিষদ মানিক দে সহ অন‍্যান‍্য আধিকারিকরা ।

গৌতম দেব জানান আরো কিছু কাজ বাকি রয়েছে । কিন্তু যেহেতু রাজ‍্য টেবিল টেনিসের আসর আজ থেকে শুরু সেজন‍্য সূচনা করা হল তাড়াতাড়ি । দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে স্টেডিয়াম করার পাশাপাশি ঘরের মেয়ে রিচা ঘোষের নামে স্ট্যান্ড করা হয়েছে । ভারতী ঘোষ মেমোরিয়াল সপ্তম সারা বাংলা আন্তঃ জেলা টেবিল টেনিসের আসর বসেছে শহর শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে ।

১৯ থেকে ২৬ নভেম্বর চলা এই প্রতিযোগিতায় সারা বাংলার প্রায় ১৩০০ প‍্যাডলার অংশ নেয় । আনুষ্ঠানিক সূচনা পর্বে মঞ্চে অতিথিদের পাশাপাশি এক সময়কার দিগপাল খেলোয়াড়দের দেখা যায় । উদ্ভোধনী পর্বে উপস্থিত ছিলেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন সভাপতি স্বপন ব‍্যানার্জি সহ অর্জুন মান্তু ঘোষ , পৌলমী ঘটক
সৌম্যদীপ রায়েরা । ইন্ডোর স্টেডিয়ামে রিচা স্ট্যান্ড এর পাশাপাশি অর্জুন মান্তু ঘোষের নামেও স্ট্যান্ড তৈরি হতে চলেছে বলে জানান মেয়র |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *