November 13, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ অপরাধ

Police : অনলাইন দোকানের আড়ালে জাল জন্ম শংসাপত্র তৈরি , গ্রেপ্তার

শিলিগুড়ি , ১৩ নভেম্বর : খড়িবাড়ির পর এবার শিলিগুড়ি মহকুমা বিধাননগরে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিস মিলল | বিধান নগর থেকে গ্রেপ্তার এক যুবক |

ধৃতের সুব্রত ঘোষ ওরফে লিটন । সে বিধাননগরের শান্তিপাড়া এলাকার বাসিন্দা । যদিও দীর্ঘ চার বছর ধরে সে পাইকপাড়া এলাকায় অনলাইনের দোকান চালাচ্ছিল । বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় বিধাননগরের পাইকপাড়া এলাকায় ।

তল্লাশি চালাতেই চক্ষুচড়ক গাছ পুলিশকর্মীদের । অভিযুক্ত লিটনের অনলাইন দোকানের আড়ালে চলছিল জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির কাজ । এরপরেই এই ঘটনায় দোকানের মালিক সুব্রত ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ ।

প্রসঙ্গত খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট চক্রের হদিস পেয়ে পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এই অভিযুক্ত যুবক ও ।

সূত্রের খবর ধৃতের দোকান থেকে দুটি কম্পিউটার , একটি ল্যাপটপ , রেটিনা স্ক্যানার , থাম্প স্ক্যানার , প্যান ড্রাইভ , ১০ টি সরকারি সিল সহ একাধিক জাল সংশাপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে দার্জিলিং জেলা পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *