November 9, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Beating : মেয়ে সন্তান হওয়ায় স্ত্রীকে মারধর , গ্রেপ্তার সরকারী কর্মী স্বামী

শিলিগুড়ি , ৯ নভেম্বর : স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার স্বামী | ধৃতের নাম সুবোধ কুমার | সে NHPC তে কর্মরত ছিলেন | জলপাইগুড়ি জেলা আদালতে তাকে পেশ করলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

স্ত্রীর ওপর অকথ্য শারীরিক এবং মানসিক অত্যাচার লাগাতার চলছিল বছরের পর বছর। ছোট মেয়ের প্রচেষ্টায় গুণধর বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ।
ঘটনাটি ভক্তিনগর থানায় এলাকার । ভক্তিনগর থানার পুলিশ গত ৭ নভেম্বর অভিযুক্ত সুবোধ কুমারকে গ্রেপ্তার করে | একটি আবাসন থেকে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে ভক্তিনগর পুলিশ । জলপাইগুড়ি জেলা আদালতে তাকে পেশ করলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন । ঘটনার তদন্ত করছে ভক্তিনগর পুলিশ ।


স্বামীর অত্যাচারের কথা জানাতে গিয়ে নির্যাতিতা মহিলা অঞ্জনা জানান , ২০০৪ সালে তাদের বিয়ে হয়েছিল সামাজিক মতে।
২০০৫ সালে তাদের বড় মেয়ের জন্ম হয় । আবার ২০১৩ সালে ছোট মেয়ের জন্ম হয়। তার স্বামী পরিষ্কার জানিয়ে দিয়েছিল পুত্র সন্তান না হওয়ার কারণেই তার ওপর এই অত্যাচার চলছে। এমনটাই অভিযোগ করেন নির্যাতিতা ওই মহিলা ।

মেয়ে এবং স্ত্রীকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল অভিযুক্ত সুবোধ কুমার | এমনকি তারা সারাদিন ঘরে কি করছে সেই সমস্ত বিষয়ে সিসিটিভিতে নজরদারি চালাতো অভিযুক্ত সুবোধ কুমার | সমগ্র ফ্ল্যাট কে সিসিটিভিতে মুড়ে ফেলা হয় বলে জানিয়েছেন ওই মহিলা ।

তবে লাগাতার এই অত্যাচারের শেষ তার ছোট মেয়ের হাত ধরেই হয়েছে | যখন তার স্বামী তার ওপর অকথ্য শারীরিক এবং মানসিক অত্যাচার চালাচ্ছিল , সেই সময় তার ছোট মেয়ে ভিডিও করে | প্রতিবেশীদেরকে চিৎকার করে ডাকে | আর এর পরই ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় | অভিযুক্ত গুণধর বাবা তথা সরকারী কর্মী সুবোধ কুমার কে গ্রেপ্তার করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *