শিলিগুড়ি , ৫ নভেম্বর : রাজবংশী সমাজের গর্ব, সমাজ সংস্কারক, নেতা ও আইনজীবী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপিত হতে চলেছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন গোড়া মোড়ে । বুধবার ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এই মূর্তি নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হয় ।
এই উদ্যোগ নিয়েছে স্বামী ধ্রুবানন্দন স্পোর্টিং ক্লাব , আর তাদের সহযোগিতায় রয়েছেন সমাজসেবী জে.পি.কানাডিয়া । জানা গিয়েছে, আগামী ২ ডিসেম্বর এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মূর্তির উদ্বোধন করা হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায়, ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান শুধা সিংহ চ্যাটার্জি সহ রাজবংশী সমাজের বিশিষ্টরা ।
রাজবংশী সমাজের এক মহান পুরুষের স্মৃতিতে স্থাপিত এই মূর্তি নিয়ে উৎসাহ দেখা গেছে স্থানীয় বাসিন্দা এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে। তাঁদের কথায়, এই মূর্তি রাজবংশী সমাজের আত্মসম্মানের প্রতীক হয়ে থাকবে ।
উত্তরবঙ্গ
জীবনধারা
Siliguri : ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপিত হতে চলেছে
- by Soumi Chakraborty
- November 5, 2025
- 0 Comments
- Less than a minute
- 191 Views
- 5 hours ago

