শিলিগুড়ি , ৩০ অক্টোবর : কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের অভিযানে পাচারের আগে সোনা সহ গ্রেপ্তার এক । গতকাল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের শিলিগুড়ি শাখার আধিকারিকদের কাছে সূত্র মারফত খবর আসে কোচবিহারের দিনহাটা দিয়ে কিছু পরিমাণ সোনা পাচার হয়েছে এবং তারপর সেই সোনার কিছু অংশ এক ব্যক্তি বাইকে করে নিয়ে শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে পাচারের ছক কষছে ।
সেই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা । অভিযান চালিয়ে কোচবিহার সাগরদীঘি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। সেই ব্যক্তিকে তল্লাশি চালানো মাত্রই সেই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় ছটি সোনার বিস্কিট ও দুটি সোনার টুকরো অংশ |
সবমিলিয়ে উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ৮১২ গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য ৯৬ লক্ষ ২৬ হাজার ২৬০ টাকা । সাথে সাথে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় মুজাফফর হোসেন কে।
কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আইনজীবী বক্তব্য অনুযায়ী সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর আন্তর্জাতিক চোরাচালান চক্রের বেশ কিছু নাম উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের কাছে ।
সে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা | আজ ধৃত মুজাফফর হোসেনকে শিলিগুড়ি মহাকুম আদালতে পেশ করা হলে ধৃতের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হয় ।

