October 12, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

North Bengal : আজ আবার চার দিনের জন্য উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি , ১২ অক্টোবর : চার দিনের জন্য আজ আবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী । গত বুধবার উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা ফিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু যাওয়ার সময় তিনি বলে গিয়েছিলেন আগামী সপ্তাহেই তিনি আবার আসছেন , আর এমনটাই হতে চলেছে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসছেন আজ । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা SSU স্পেশাল সিকিউরিটি ইউনিটের টিম পৌঁছে গিয়েছে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে। পুলিশের উচ্চপদস্থ কর্তারাও আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন । সূত্রের খবর , আজ কলকাতা থেকে দুপুরে বিমানে বাগডোগরা পৌঁছবেন মুখ্যমন্ত্রী | এরপর হেলিকপ্টারে উড়ে যাবেন ডুয়ার্সের হাসিমারা বায়ু সেনা ক্যাম্পে ।

সেখান থেকে ডুয়ার্সের দুর্যোগ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী ।
প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন ও ত্রাণ কজ কেমন চলছে সে সব বিষয়ে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী ।


সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এবার পাহাড়ি এলাকায় যাবেন । তিনি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করবেন এবং ত্রাণ ও অনুদানের সামগ্রী বিতরণ করবেন ।


গত সপ্তাহে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ডুয়ার্সে , খতিয়ে দেখেছিলেন সেখানকার পরিস্থিতি | এরপর মুখ্যমন্ত্রী যান দুধিয়ায় , সেখানে তিনি সরকারি সহায়তা প্রদান করেন এবং দুধিয়ায় নতুন হিউম পাইপ সেতুর নির্মাণের নির্দেশ দেন প্রশাসনকে ।

মুখ্যমন্ত্রী আজ বাগডোগরা থেকে হাসিমারা যাবেন ডুয়ার্সের পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং আজ রাতে আলিপুরদুয়ারেই থাকবেন । সোমবার দুপুরে হাসিমারা থেকে হেলিকপ্টারে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন ।

সেখান থেকে সড়কপথে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন । সূত্রের খবর দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী মিরিকে ও যেতে পারেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *