October 11, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : চুরির অভিযোগে গ্রেপ্তার , ওপর অভিযুক্তের খোঁজে তল্লাশি


শিলিগুড়ি , ১১ অক্টোবর : মাটিগাড়া থানার উত্তরায়ণ টাউনশিপ এলাকায় এক চুরির ঘটনায় সাফল্য পুলিশের । চুরির অভিযোগে গ্রেপ্তার এক ।

 অভিযুক্তের নাম সঞ্জিত সাহনি |সে মাটিগাড়া থানা এলাকার রানা নগরের বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গেছে , চলতি মাসের ৩ থেকে ৫ অক্টোবরের মধ্যে চুরি হয় । পরিবারের সদস্যরা ব্যবসার কাজে বাইরে ছিলেন সেই সময় চুরির ঘটনা ঘটে |অভিযুক্ত তার সহযোগীর সঙ্গে মিলে এই চুরি করে |

অভিযুক্তরা সোনার আংটি, লকেট, রূপার মুদ্রা এবং মোবাইল ফোন চুরি করে পালায় ।

৬ অক্টোবর যখন বাড়ির মালিকরা ফিরে আসেন, তখন তারা আলমারি খোলা এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেখতে পান । এরপর তারা মাটিগাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জিত সাহনিকে গ্রেপ্তার করে মাটিগাড়া পুলিশ । পুলিশ তার বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র উদ্ধার করে ।
জিজ্ঞাসাবাদের সময়,অভিযুক্ত স্বীকার করেছে যে তার সহযোগী প্রদীপ বর্মণও এই ঘটনায় জড়িত ছিল ।
পুলিশ বর্তমানে দ্বিতীয় অভিযুক্তকে খুঁজছে ।
ধৃত অভিযুক্ত সঞ্জিত সাহনির বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে | আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *