শিলিগুড়ি , ১০ অক্টোবর : শিলিগুড়িতে বড় চুরির ঘটনার সমাধান | মঠ থেকে চুরি যাওয়া প্রায় ৪০০ টিরও বেশি পিতলের প্রদীপ উদ্ধার করল ভক্তিনগর পুলিশ | কিছুদিন আগে সালুগাড়ার বিএসএফ রোডের বিকাশ নগর এলাকার একটি মঠ থেকে ৪০০ টিরও বেশি পিতলের প্রদীপ চুরি হয়ে যায় । ঘটনার পর ,মঠ এর পক্ষ থেকে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে, পুলিশ তদন্ত শুরু করে এবং বিষয়টি তদন্তের জন্য একটি সাদা পোশাকের দল গঠন করা হয় । গোপন সূত্রের ভিত্তিতে, পুলিশ রাহুল ছেত্রী নামে এক যুবককে আটক করে । জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত জানায় যে সে মঠ থেকে প্রদীপ চুরি করেছিল । অভিযুক্ত আরও বলে যে সে চুরি করা পিতলের প্রদীপ গুলি শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের কমলা নগর এলাকার একটি স্ক্র্যাপ দোকানে বিক্রি করেছিল । এই তথ্যের ভিত্তিতে, পুলিশ গভীর রাতে কমলা নগরের স্ক্র্যাপ দোকানে অভিযান চালায় । দোকানের মালিক অখিলেশ শাহকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে । পুলিশ উভয় অভিযুক্তকেই গ্রেপ্তার করে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করেছে । পুলিশ সূত্রে জানা গেছে , এই চুরির সঙ্গেআর কে জড়িত ছিল তা জানতে উভয় অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদ করছে ।
অপরাধ
Crime : মঠ থেকে চুরি যাওয়া সামগ্রী সহ গ্রেপ্তার দুই
- by Soumi Chakraborty
- October 10, 2025
- 0 Comments
- Less than a minute
- 302 Views
- 1 day ago
