শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর : পাহাড়ি ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া যোগ করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। পুজোর আগে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে যুক্ত হল একাধিক বিশেষ টয়ট্রেন পরিষেবা। এর মধ্যে প্রধান আকর্ষণ শিলিগুড়ি–রংটং রুটে নতুন ট্রেন | যা রবিবার দুপুরে শিলিগুড়ি জংশন থেকে প্রথম যাত্রা শুরু করেছে । উদ্বোধনী যাত্রায় ছিলেন কেবলমাত্র আমন্ত্রিত অতিথিরা | তবে আগামী সপ্তাহ থেকেই পর্যটক ও সাধারণ যাত্রীরা উপভোগ করতে পারবেন এই বিশেষ অভিজ্ঞতা ।
প্রতি শুক্রবার , শনিবার ও রবিবার চলবে শিলিগুড়ি–রংটং স্পেশাল । ভাড়া রাখা হয়েছে রাউন্ড ট্রিপে ৭৫০ টাকা এবং একমুখী যাত্রায় ৫০০ টাকা । যাত্রাপথের অন্যতম বিশেষত্ব , রংটং স্টেশনে চার ঘণ্টার বিরতি, যাতে পর্যটকরা প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটাতে পারেন।
এতেই শেষ নয় । এই টয়ট্রেন পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে চা-বাগান ভ্রমণের সুযোগও । চা পাতা তোলা থেকে শুরু করে কারখানা ঘুরে দেখা এবং আসল দার্জিলিং চা চেখে দেখা সহ সব মিলিয়ে পর্যটকদের জন্য সাজানো হয়েছে অভিনব অভিজ্ঞতা ।
শনিবার থেকে দার্জিলিং–ঘুম স্টিম স্পেশাল (সকাল ৯টা ৩০) এবং কার্শিয়াং–মহানদী–কার্শিয়াং সানসেট স্পেশাল (বিকেল ৩টা ৩০) চালু হয়েছে | ভাড়া রাখা হয়েছে মাত্র ৫০০ টাকা । রবিবার থেকে মিলছে কার্শিয়াং–মহানদী–কার্শিয়াং সানরাইজ স্পেশাল (সকাল ৭টা ১৫) এবং কার্শিয়াং–দার্জিলিং বিশেষ ট্রেন (দুপুর ১২টা) ।
ডিএইচআরের ডাইরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, “প্রথম দিন থেকেই প্রচুর আগ্রহ দেখা গিয়েছে। পুজোর সময় ভিড় আরও বাড়বে বলে আমরা নিশ্চিত।”
ডিএইচআরের দাবি , এই বিশেষ উদ্যোগ পাহাড়ি পর্যটনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে । একদিকে ঐতিহ্যের রেলভ্রমণ , অন্যদিকে প্রকৃতির মাধুর্য আর চা সংস্কৃতির স্বাদ—সব মিলিয়ে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য তৈরি হচ্ছে স্মরণীয় অভিজ্ঞতার নতুন অধ্যায় ।