September 22, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : চুরির অভিযোগে গ্রেপ্তার স্বামী , পলাতক পরিচারিকা

শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর : শহরে ফের চুরি | পরিচারিকার স্বামী গ্রেপ্তার | পরিচারিকা পলাতক |
ভক্তিনগর থানা এলাকার ভানুনগর এলাকায় একটি বড় চুরির ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটে ১৬ সেপ্টেম্বর, কিন্তু বাড়ির মালিক পাঁচ দিন পরে ২১ সেপ্টেম্বর বিষয়টি জানতে পারেন | তিনি তার আলমারিটি খুলে দেখেন আলমারি থেকে একটি সোনার আংটি এবং একটি রূপার চেইন চুরি হয়েছে |

সন্দেহের ভিত্তিতে, অভিযোগকারী গৃহকর্মীকে অভিযুক্ত করে ভক্তিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগের পর, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং মহিলার স্বামী অশোক সিংকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । জিজ্ঞাসাবাদের সময় অশোক সিং চুরির কথা স্বীকার করে এবং বলে যে সে ভানুনগর এলাকার একটি সোনার দোকানে গয়নাগুলি প্রায় পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছিল ।

দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ কেবল অভিযুক্ত অশোক সিংকেই গ্রেপ্তার করেনি, চুরি যাওয়া জিনিসপত্র কিনেছিলেন সেই সোনার ব্যবসায়ী বিশাল কুমারকেও গ্রেপ্তার করেছে । সোমবার দু'জনকেই জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।
পলাতক পরিচারিককে খুঁজছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *