শিলিগুড়ি , ১৬ সেপ্টেম্বর : ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ । ভারত নেপাল সীমান্ত পানিট্যাঙ্কির গন্ডোগোল জোত এলাকায় সোমবার রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২১৬ গ্রাম ব্রাউন সুগার ও ১৪ বোতল নিষিদ্ধ কাফসিরাপ বাজেয়াপ্ত করা হয় ।
ঘটনায় পানিট্যাঙ্কির বাসিন্দা সাগর মোহন্ত ,মহম্মদ মোহিত ও বিহারের বাসিন্দা রাকেশ প্রসাদকে গ্রেপ্তার করে পুলিশ । মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ ।