শিলিগুড়ি , ১৫ সেপ্টেম্বর : ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে গিয়েছে ছেলে। বাড়ি ফাঁকা ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে থাবা বসালো দুষ্কৃতীরা । বাড়ি থেকে নিয়ে গেল সোনা , রূপোর গয়না সহ নগদ টাকা ।
শিলিগুড়ি পুরনিগমের উত্তর একটিয়াশালের খাইখাই বাজার সংলগ্ন এলাকার ঘটনা । জানা গিয়েছে , গত তিন মাস ধরেই বাড়িটি ফাঁকা ছিল । প্রতীক পারিখ তার ক্যান্সারে আক্রান্ত মাকে নিয়ে রাজস্থানে গিয়েছিলেন চিকিৎসার জন্য । আত্মীয়ের বাড়িতে চাবি দিয়ে গিয়েছিলেন দু’বেলা বাড়ির লাইট জ্বালিয়ে দেবার জন্য । প্রত্যেকদিন নিয়ম করে আত্মীয় নরেন্দ্র পারিখ না হলে তার পরিবারের কোনো একজন সদস্য এসে লাইট জ্বালিয়েও দিয়ে যেতেন ।
কিন্তু গত শনিবার সন্ধ্যা থেকেই তুমুল বৃষ্টি হওয়ায় সেদিন আর লাইট জ্বালাতে আসতে পারেনি। পরের দিন রবিবার সন্ধ্যায় লাইট জ্বালাতে এসে দেখেন বাড়ির গেটের তালা ভাঙ্গা। এরপর ভেতরে ঢুকে দেখেন ঘরের ভেতরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে । পাশাপাশি আলমারির লকার ভাঙ্গা |
এরপর প্রতীক পারিখকে ফোন করে তারা জানতে পারে ঘরের ভেতরে সোনা ও রুপোর গয়না সহ নগদ বেশ কিছু টাকা রাখা ছিল। খোঁজাখুঁজি করে সেগুলির কোনটাই পাওয়া যায়নি।
তাই পরিবারের সন্দেহ চোরের দল ঘরের ভেতর থেকে সোনা রূপো সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে । এমনকি চোরেরা ঠাকুর ঘরে ঢুকে নেশা জাতীয় দ্রব্য সেবন করেছে বলেও অভিযোগ । ঘটনা সামনে আসতেই অভিযোগ দায়ের করা হয় ভক্তিনগর থানায় । পুলিশ তদন্ত শুরু করেছে ।