September 13, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Border : প্রেমিকা ফিরল বাংলাদেশ থেকে ভগ্ন হৃদয়ে !

শিলিগুড়ি , ১৩ সেপ্টেম্বর : ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক | বাংলাদেশে প্রেমিকের দেশে গিয়েও সম্পর্ক গড়ে উঠল না। বরং প্রেম নয় পাচার বা অন্য কোনও উদ্দ্যেশ্য ছিল বাংলাদেশি যুবকের। বাংলাদেশে গিয়ে এমনটা মনে হয় যুবতীর ।

অবশেষে ,দুই দিন প্রেমিকের দেশ বাংলাদেশ থেকে ফিরতে হল ভারতে । সামাজিক মাধ্যমে ময়নাগুড়ির ক্রান্তি এলাকার যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বাংলাদেশের যুবকের । অভিযোগ , দালাল চক্রের হাত ধরে বাংলাদেশী যুবক প্রেমের প্রোলোভনে বাংলাদেশে নিয়ে যায় ঐ যুবতীকে ।

যুবতীর বাবার অভিযোগ অনুযায়ী প্রেমের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে পাচার করার পরিকল্পনা করা হয়েছিল । অভিযুক্ত বাংলাদেশি যুবকের শাস্তি চান তিনি ।

ওই যুবতী ময়নাগুড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী । শনিবার , বাংলাদেশের পুলিশ , BGB ও ভারতের বিএসএফ ও পুলিশের চেষ্টায় ওই যুবতীকে ভারতে নিয়ে আসা হয়।

এদিন চ্যাংড়াবান্ধা সীমান্তে BSF ও BGB বিষয়টি নিয়ে বৈঠক হয় । এরপর , বিএসএফ যুবতীকে ময়নাগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়।

এদিন সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন বিএসএফ কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জার , ময়নাগুড়ি থানার আইসি সুবোল ঘোষ , চ্যাংড়াবান্ধা ICP ওসি গনেশ মুর্মু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *