শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর : উৎসবের মাঝে বিপত্তি | জখম কিশোর সহ একাধিক |
ইদে মিলাদুন্নবী উপলক্ষে শহর ভরে উঠেছিল আনন্দের স্রোতে । কিন্তু ঝংকার মোড়ে সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে ।
শোভাযাত্রার মাঝে হঠাৎ ভেঙে পড়ল সাউন্ড বক্স ও ট্রাসের কাঠামো । গাদাগাদি ভিড়ে চাপা পড়ে যান বহু মানুষ । প্রত্যক্ষদর্শীরা জানান , হঠাৎ ঘটে যাওয়ায় কেউ কিছু বুঝে ওঠার আগেই চিৎকার-চেঁচামেচি শুরু হয় । আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আরও আহত হন অনেকে ।
সবচেয়ে বেশি চোট পেয়েছে এক কিশোর । তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রায় ৪০ জন কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে । কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান , এত বড় শোভাযাত্রার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি , নিরাপত্তা থাকলে আজকের এই দুর্ঘটনা ঘটত না।