August 27, 2025
Sevoke Road, Siliguri
রাজনীতি

Puja : দুর্গাপূজার অনুদান বণ্টনে বৈষম্যের অভিযোগ

শিলিগুড়ি , ২৭ অগাস্ট : দুর্গাপূজার অনুদান বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে সোমবার প্রতিবাদে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ । সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি পুরনিগমের উপস্থিত হয়ে মেয়র গৌতম দেবের কাছে দাবিপত্র জমা দেওয়ার চেষ্টা করা হয় । তবে মেয়র অনুপস্থিত থাকায় পুলিশ পুরনিগমের গেটেই তাদের আটকে দেয় । এর প্রতিবাদে মহামঞ্চের কর্মীরা গেটের কাছেই অবস্থান-বিক্ষোভে বসেন।

মহামঞ্চের সঙ্গে এদিন যোগ দেন শহরের প্রান্তিক এলাকার বেশ কিছু পূজা কমিটি এবং মহিলা পরিচালিত পূজা কমিটিগুলি। তাদের বক্তব্য , যখন বড় বড় পূজা কমিটিগুলিকে সরকার অনুদান দিচ্ছে , তখন ছোট পূজা গুলিকে কেন বঞ্চিত করা হচ্ছে | মহামঞ্চের দাবি করে পূজা সবার হলে অনুদানও সবার হওয়া উচিত ।

অন্যদিকে, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ । তারা স্পষ্ট জানিয়েছে , দুর্গাপূজা অনুদান বণ্টনে বৈষম্য চলতে থাকলে আগামী দিনে তারা রাস্তায় নেমে তীব্র আন্দোলন গড়ে তুলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *