শিলিগুড়ি , ২৭ অগাস্ট : এবার মুদির দোকানের আড়ালে চোরাই সামগ্রীর কারবার ফাঁস | গ্রেপ্তার দোকানের মালিক বাপ্পা মজুমদার |
শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি এলাকার ঘটনা । গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ অভিযান চালায় ওই মুদির দোকানে | দোকানের পিছন থেকে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করেছে খরিবাড়ী পুলিশ । ঘটনায় গ্রেপ্তার দোকান মালিক বাপ্পা মজুমদার ।
ঘটনাটি খড়িবাড়ির ভাল্লুকগাড়া এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , বাপ্পা মজুমদারের মুদি দোকানের সামনের অংশে ছিল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী , আর পেছনে ছিল বিশাল গুদামঘর। সেখানেই মজুত ছিল ৬টি চোরাই মোটরবাইক , ৫৫টি গ্যাস সিলিন্ডার , ২১টি মোবাইল , একাধিক সবুজ সাথীর সাইকেল , সিলিং ফ্যান , জলের পাইপ সহ বিপুল পরিমাণ চোরাই জিনিসপত্র ।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত দোকান মালিক চোরাই সামগ্রীর উৎস সম্পর্কে স্পষ্ট জবাব দিতে পারেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , শিলিগুড়ি শহর ও মহকুমার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া জিনিসপত্র সে কিনে নিয়ে আসত এবং পরে চা-বাগান অঞ্চল , বিহার ও নেপালে পাচার করত।
ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । ফোন কল রেকর্ড ও আর্থিক লেনদেন খতিয়ে দেখে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ । বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশ | তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ ।