শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : প্রকাশ্য দিবালোকে মুদি দোকান থেকে চুরির অভিযোগে গ্রেপ্তার দুষ্কৃতী |
ভক্তিনগর পুলিশ মুদি দোকানের ক্যাশ কাউন্টার থেকে প্রকাশ্য দিবালোকে নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার করে তাকে ।
অভিযুক্তের নাম সঞ্জীব চক্রবর্তী , সে বর্তমানে আশ্রমপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত । পুলিশ গভীর রাতে ৪২ নম্বর ওয়ার্ডের প্রকাশ নগর এলাকার লিম্বু বস্তি থেকে তাকে গ্রেপ্তার করে।
সূত্রের খবর , গতকাল সকালে অভিযুক্ত ব্যক্তি বাইকে করে হায়দারপাড়া বাজারে একটি মুদি দোকানে আসে। দোকানে কাউকে না পেয়ে সে ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। দোকান মালিক ভক্তিনগর থানায় ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ পাওয়ার পর , সাদা পোশাকের পুলিশ তদন্ত শুরু করে এবং কাছাকাছি লাগানো সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে তদন্ত । একটি ফুটেজ স্পষ্টভাবে দেখা গেছে যে অভিযুক্ত ব্যক্তি একটি বাইকে করে দোকান থেকে নগদ টাকা নিয়ে যাচ্ছে । এরপরে , স্থানীয় সূত্র এবং মোবাইল টাওয়ার লোকেশনের সাহায্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ।
পুলিশ অভিযুক্তের কাছ থেকে প্রায় ৪৫০০ টাকা নগদ উদ্ধার করেছে এবং তার বাইকটিও বাজেয়াপ্ত করেছে । অভিযুক্ত সন্দেহ করেছিল যে পুলিশ তাকে খুঁজছে, যার কারণে সে তার এলাকার বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল।
ভক্তিনগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে জলপাইগুড়ি আদালতে পেশ করেছে ।