শিলিগুড়ি , ১০ অগাষ্ট : রাতের অন্ধকারে রড চুরির অভিযোগে গ্রেপ্তার তিন । রাতের অন্ধকারে নির্মীয়মান ভবন থেকে দামি রড চুরির অভিযোগে ওই এলাকার দুই বাসিন্দা এবং এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ ।
ঘটনাটি ৭ অগাষ্ট এর | প্রধান নগরের নিবেদিতা রোডের বাসিন্দা কানাইয়া শর্মা প্রধান নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে যে সিমুলগুড়ি এলাকায় তার নির্মীয়মান ভবন থেকে নির্মাণ সামগ্রী, বিশেষ করে দামি রড চুরি হয়েছে ।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং জানতে পারে যে স্থানীয় বাসিন্দা সেলিম ওরাওঁ এবং অজিত ওরাওঁ এই চুরির সঙ্গে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তারা দুজনেই অপরাধ স্বীকার করে।
তদন্তে জানা যায় যে চুরি যাওয়া রড গুলি ভানুনগরের বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় কুমার রাইয়ের কাছে বিক্রি করা হয়েছিল। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে ।
প্রধান নগর থানা আজ তিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে ।