শিলিগুড়ি , ১ অগাষ্ট : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল রাজগঞ্জের আমবাড়ির এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই যুবকের নাম দীপু দাস (২৮)। তার বাড়ি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোকুলভিঠা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
পরিবার সূত্রে জানা গিয়েছে , দীপু দীর্ঘদিন ধরে পুনেতে শ্রমিকের কাজ করতেন । তিন দিন আগে হঠাৎ খবর আসে , কাজের সময় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে । দীপুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে যা দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে ।
পরিবারের অভিযোগ , দীপুর মা গত সোমবার প্রয়াত হয়েছেন। সেই শোকের মাঝেই পরের দিন দীপুর এমন মৃত্যু পরিবারের সদস্যদের মানসিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।
পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ। এমনকি ভিন রাজ্য থেকে মৃতদেহ ফিরিয়ে আনতেও বিপাকে পড়ে পরিবারটি। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহায়তায় শেষ পর্যন্ত পুণেতে গিয়ে দীপুর দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
শুক্রবার গোকুলভিঠা গ্রামে দীপুর শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় , রাজগঞ্জের জয়েন্ট বিডিও , সমাজসেবী অরিন্দম ব্যানার্জি , বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ , তুষার কান্তি দত্ত সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
বিধায়ক খগেশ্বর রায় বলেন , আমি গতকালই ঘটনাটি জানতে পারি এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর বারবার আক্রমণ হচ্ছে। অনুমান করছি , দীপুর মৃত্যুও এমনই কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে।
তাই আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি। যদি প্রমাণিত হয় যে এটি পরিকল্পিত ভাবে করা হয়। তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।
তিনি আরও জানান , এই দুঃসময়ে পরিবারটির পাশে আমরা আছি এবং সবরকম সহায়তা করা হবে।