July 30, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : মোবাইল চুরি , কয়েক হাজার টাকা উধাও


শিলিগুড়ি , ২৯ জুলাই : শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিবিডি কলোনি এলাকা থেকে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে ।


২৫ জুলাই সন্ধ্যায় , এক বাড়ি থেকে একটি মোবাইল চুরি হয়ে যায় । ২৮ জুলাই , মোবাইলের মালিক জানতে পারেন যে চুরি যাওয়া মোবাইল দিয়ে তার UPI আইডি থেকে একটি অজানা অ্যাকাউন্টে ৪২,০০০ টাকার বেশি পরিমাণ টাকা ট্রান্সফার করা হয়েছে ।

বিষয়টি জানার পর ভুক্তভোগী ব্যক্তি তাৎক্ষণিক প্রধাননগর থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে জানা গেছে যে এই টাকা বিহারের এক যুবকের অ্যাকাউন্টে গেছে , যে বর্তমানে শিলিগুড়িতে ডেলিভারি বয় হিসেবে কাজ করছে ।

পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং যুবককে গ্রেপ্তার করে এবং আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় তাকে । ।পুলিশ অভিযুক্তের পাঁচ দিনের রিমান্ড এর আবেদন জানিয়েছে ।
এই মামলায় সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, অভিযুক্তরা UPI পিন এবং কোনও OTP বা কোড ছাড়াই এত বড় অঙ্কের টাকা কীভাবে ট্রান্সফার করল। এতে কি কোনও কারিগরি ত্রুটি আছে ?
অথবা এই মামলাটি একটি বৃহৎ সাইবার জালিয়াতির নেটওয়ার্কের সাথে যুক্ত । সবটাই খতিয়ে দেখছে পুলিশ । পুলিশ জানিয়েছে , ধৃত যুবকের নাম ত্রিভুবন প্রসাদ শাহ , বয়স ২৫ । সে বিহারের আরারিয়া জেলার বাসিন্দা ।

বর্তমানে ,প্রকৃত মোবাইল চোর এখনও পলাতক এবং পুলিশ তাকে খুঁজছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *