July 27, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

ATM : এটিএম লুট : বিহার থেকে গ্রেপ্তার আরও এক

শিলিগুড়ি , ২৬ জুলাই : শিলিগুড়ির আশিঘরে এটিএম লুটের ঘটনায় যে পাঁচ জন দুষ্কৃতী জড়িত তারা প্রত্যেকেই হরিয়ানার বাসিন্দা । এখনও পর্যন্ত তিন জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ ।

গত ২৪ জুলাই দু’জনকে ইতিমধ্যে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে । দু’জনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে শিলিগুড়িতে । ধৃতদের নাম সাজিদ এবং আদিল খান । আর একজনকে গ্রেপ্তার করা হয় বিহার থেকে । যার নাম উজের খান । যাকে বিহারের সুপোল জেলা থেকে গ্রেপ্তার করে ভক্তিনগর পুলিশ । ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । এই এটিএম লুটের ঘটনায় ৯ লাখ ৬০ হাজার টাকা এখনও পর্যন্ত উদ্ধার করতে পেরেছে পুলিশ ।

আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান ডিসিপি রাকেশ সিং |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *