July 12, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Central : দেশে চাকরির কোন অভাব নেই : অজয় টামটা

শিলিগুড়ি , ১২ জুলাই : দেশে চাকরির কোন অভাব নেই । দেশের পরিকাঠামো দিন দিন বৃদ্ধি পাচ্ছে । যার ফলে তৈরি হচ্ছে নতুন নতুন মেডিকেল কলেজ , স্কুল এবং ইন্ডাস্ট্রি । ফলে কাজের জায়গাও বাড়ছে ।

শনিবার শিলিগুড়ি কাশ্মীর কলোনীর রেলের অডিটোরিয়ামে রোজগার মেলায় যোগ দিয়ে একথাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী অজয় টামটা।

এদিন তিনি জানান ,এই মূহুর্তে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের যা উন্নতি হয়েছে তা ঐতিহাসিক । রাস্তাঘাট তৈরির জন্য অনেক টাকা বরাদ্দ করা হয়েছে । পাশাপাশি তার অভিযোগ রাজ্য সরকার সহযোগিতা করলেই রাস্তার সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের মানুষ । জমি জটের কারনেই যেই Ring Road বানানোর কথা রয়েছে পশ্চিমবঙ্গে , তা আটকে রয়েছে বলেও তিনি অভিযোগ করেন ।

এদিনের এই রোজগার মেলায় উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায় , বিধায়ক শঙ্কর ঘোষ , শিখা চ্যাটার্জি , আনন্দ বর্মন , দুর্গা মূর্মূ এবং কাঠিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার ।

সুরেন্দ্রবাবু জানান , এদিন এখান থেকে ৭৯ জনের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল । যার মধ্যে ৭৫ জন রেল এবং বাকি চার জন পোষ্টাল বিভাগে চাকরি পেলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *