শিলিগুড়ি , ১ জুলাই : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে শৌচালয় থেকে নিখোঁজ এক গৃহবধূ । নিখোঁজ গৃহবধূর নাম রেহেনা বেগম ।
গতকাল স্বামীর সঙ্গে সাড়ে পাঁচ বছরের ছেলেকে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখাতে গিয়েছিলেন ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের বাসিন্দা রেহেনা বেগম । স্বামীকে বলে শৌচাগরে যান রেহেনা। সে সময়ই রহস্যজনকভাবে সেখান থেকে নিখোঁজ হয়ে যান তিনি ।
এরপর থেকেই তার স্বামী তাকে খুঁজে পাচ্ছেন না। অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ না মেলায় মাটিগাড়া থানার অন্তর্গত মেডিকেল ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তিনি ।
গৃহবধূর স্বামী আখতার আলী জানান , কোন রকম সন্দেহজনক কিছু কখনও দেখিনি । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।