শিলিগুড়ি , ২৫ মে : শিলিগুড়ির হিলকার্ট রোডে গত শনিবার একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল । সেই ঘটনায় শিশুদের জন্য গয়না দেখতে এসে সোনার অলংকার ভর্তি প্যাকেট নিয়ে পালিয়ে ছিল এক যুবক ।
ঘটনার পর তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করে তাকে ধরার চেষ্টা চলে । পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ অবশেষে সেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে । ধৃতের নাম অভিজিৎ ভৌমিক ।
ধৃতের বাড়ি প্রধাননগর থানা এলাকায় । শিলিগুড়ির হায়দারপাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতো সে । গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ওই সোনার দোকান থেকে চুরি যাওয়া সমস্ত অলংকার উদ্ধার করে শিলিগুড়ি থানার পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ । আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।