শিলিগুড়ি , ২২ মে : লাগাতার বৃষ্টির জেরে শিলিগুড়ির একাধিক এলাকায় জল নিকশির সমস্যা | পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের জলপাইমোড় সংলগ্ন এলাকায় হাইড্রেনের মুখ আটকে রাখার ফলে বৃষ্টির জল বের হতে না পারায় শিলিগুড়ির প্রায় ছয়টি ওয়ার্ডে ড্রেনের জল উপচে তা প্রবেশ করে এলাকাবাসীদের ঘরে | এর জেরে সমস্যায় পড়তে হয়েছে স্থানীয়দের ।
এমন অভিযোগ তুললেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন । তিনি বলেন , এই ড্রেন কেন বা কি কারণে আটকানো হয়েছে সেই বিষয়ে পুরনিগম বা পিডব্লিউডি কোন কিছু জানায়নি। তবে এই ড্রেন আটকানোর ফলে অনেকটা ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রায় ছয়টি ওয়ার্ডের বাসিন্দাদের | কারণ ৬-৭-৮ ও ৯ নম্বর সহ আরও কয়েকটি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা এই হাইড্রেনের সঙ্গে যুক্ত থাকায় স্বাভাবিকভাবেই এই ড্রেন বন্ধ হয়ে সাধারণ মানুষের ঘরে ঢুকেছে ।
তিনি জানান , পুরনিগম বা পিডাব্লিউডি যদি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ না দেয় ও পরবর্তীতে যদি ফের জল জমার মতন ঘটনা ঘটে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন |