May 13, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : ফের তিন দুষ্কৃতী গ্রেপ্তার নকল বন্দুক সহ

শিলিগুড়ি , ১৩ মে : অপরাধ দমনে ফের সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানা পুলিশের । নকল পিস্তল , ধারালো অস্ত্র ও ডাকাতির পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হল তিন দুষ্কৃতী কে।

ধৃতদের নাম অনিসুর রহমান , শহিদুল ইসলাম ও রণিত ভৌমিক । পুলিশ সূত্রে জানা গিয়েছে , সোমবার গভীর রাতে ফুলবাড়ি টিভি সেন্টার সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তিন যুবক । তারা ওই জায়গায় বসে ডাকাতির ছক কষছিল বলে খবর পায় পুলিশ । গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নকল পিস্তল , কয়েকটি ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম । কিছুদিন আগেই ঠিক একই ধরনের ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছিল যাদের কাছ থেকে নকল পিস্তল , বেসবল ব্যাট, টর্চ এবং ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ । পুলিশ মনে করছে , এই দুই ঘটনার মধ্যে কোনো সংযোগ থাকতে পারে এবং বড় কোনো অপরাধচক্রের অংশ হতে পারে এই অভিযুক্তরা । তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে আজ তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *